'বঙ্গকন্ঠ' এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ।

অনুষ্ঠিত হয়ে গেল 'বঙ্গকন্ঠ' অনলাইন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী এফডিসির মান্না ভবনে । ইভেন্ট সহযোগিতায় 10'S RIOR . কবি মায়ারাজ সম্পাদিত জনপ্রিয় অনলাইন পত্রিকা বঙ্গকন্ঠ'র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৪ই এপ্রিল রাজধানী ঢাকার বিএফডিসির মান্না ভবনে ফজলুল হক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্নাঢ্য আয়োজন।উক্ত অনুষ্ঠানে "উন্নত রাষ্ট্র বিনির্মানে গনমাধ্যমের ভূমিকা" শীর্ষক আলোচনা,গুনীজন সম্মাননা ও গান কবিতার আয়োজনকরা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা বিশিষ্ট লেখক, কলামিস্ট রিন্টু আনোয়ার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ফোর্সেস হাসপাতালের উপাধিনায়ক, গনস্বাস্থ্যসেবা কেন্দ্রের সম্মানিত ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিমউদ্দীন আহমেদ, এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ভাষা শহীদ জব্বারপুত্র নুরুল ইসলাম বাদল, ভাষা শহীদ বরকতের ভাতিজা আইনুদ্দীন বরকত , বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ড. এস. এম সাব্বির হাঁসান, খ্রিষ্টান এসোসিয়েসনের সভাপতি নির্মল রোজারীও, দৈনিক প্রাইম এর সম্পাদক ড. মিজানুর রহমান, প্রতিক্ষন ফাউন্ডশন এর চেয়ারপার্সন লায়ন মিসেস হেলেন কবির, উত্তরা ইনফো টেক এর সিইও মোহাম্মদ সাইদুল ইসলাম, শাহতাজ সফটের সিইও মাসুদ রহমান সহ দেশের প্রখ্যাত ব্যাক্তিবর্গ ও বঙ্গকন্ঠ পত্রিকা পরিবারের সকলে। এ সময় অতিথিগন তাঁদের নিজ নিজ বক্তব্যে বঙ্গকন্ঠের ভবিষ্যৎ সফলতা কামনা করেন, সেই সাথে উন্নত রাষ্ট্র বিনির্মানে গনমাধ্যমের ভূমিকা অনস্বিকার্য বলে সকলে সহমত পোষন করেন।

'বঙ্গকন্ঠ' এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে 10'S RIOR পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ।


প্রধান আলোচক হিসেবে চমৎকার আলোচনা করেন দেশ বরেন্য সাংবাদিক ,কৃষক শ্রমিক পার্টির সভাপতি লায়ন সালাম মাহমুদ। অনুষ্ঠানটির স্বভাপতিত্ব করেন বৃক্ষরত্ন ড. এস এম ইউনুস, সাবেক সফল পরিচালক - বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।


'বঙ্গকন্ঠ' PHOTO GALLEY




2 comments:

Link Plus BD